Rabindranath Tagore
Kon Puraaton Praaner Taaney
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব-বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব-বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে
গানে...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে