Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!

Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!

MyBunny.TV – Cheaper Than Cable • Up to 35% Off Yearly Plans • All NFL, ESPN, PPV Events Included 🐰

Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!

Start Watching Now
Artcell
Dukkho Bilash

[Verse 1]
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালোবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা?
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালোবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা?

[Pre-Chorus]
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটক-ই দেখি মহাকালের মঞ্চে

[Chorus]
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি

[Verse 2]
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা

[Pre-Chorus]
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটক-ই দেখি মহাকালের মঞ্চে
[Chorus]
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি

[Guitar Solo]

[Outro]
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধু-ই যে শূন্যতা
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধু-ই যে শূন্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই...
আহ হাহহ হাহহহ