Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!
Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!
MyBunny.TV – Cheaper Than Cable • Up to
35% Off Yearly Plans • All
NFL, ESPN, PPV Events Included 🐰
Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!
Start Watching Now
Kishore Kumar
এ কি হোলো ( E ki holo)
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..