Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!

Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!

MyBunny.TV – Cheaper Than Cable • Up to 35% Off Yearly Plans • All NFL, ESPN, PPV Events Included 🐰

Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!

Start Watching Now
Hridoy Khan
Bhalo Lage Na (Album Version)
[Verse 1]
এমন কেন খেলো আমায় নিয়ে?
পেয়ে হারাবার ব্যাথা যাও কেন দিয়ে?
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ঢেকে অবহেলায়, হায়

[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না

[Verse 2]
অবেলায় না বলা, আবেগে জড়িয়ে
এ মনে এঁকেছি, কত ডেকেছি যে তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে
বোঝো কি সে কথা, না বলা ব্যাথা যে আমার?
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর
রেখেছ যে আড়াল করে, কেন?

[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
[Verse 3]
যে ভুলে গেছ যে আমাকে ভুলে
সে ভুল বুঝবেই, আমাকে খুঁজবেই আবার
যে মায়ার ছায়াতে ঘিরে যে ছিলে
সে মায়া টানবেই, ফিরিয়ে আনবেই তোমাকে
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর
রেখেছ যে আড়াল করে, কেন?

[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না

[Verse 1]
এমন কেন খেলো আমায় নিয়ে?
পেয়ে হারাবার ব্যাথা যাও কেন দিয়ে?
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ঢেকে অবহেলায়, হায়

[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না