Anupam Roy
Bawshonto
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবাণী
বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের
ধুলি মাখা চরণে
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

কগলের নব নীল মনের গোপনে
বাজে ওই বাজে ওই বাজে ওই
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙ-এ মিশি শ্যামলে-স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান

বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে