Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!
Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!
MyBunny.TV – Cheaper Than Cable • Up to
35% Off Yearly Plans • All
NFL, ESPN, PPV Events Included 🐰
Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!
Start Watching Now
Imran Mahmudul
Fire Ashona
[Verse 1]
স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
[Chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু'হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
[Verse 2]
কতটা কঠিন বাঁচা তুমিহীন
আঁধারে বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়
[Refrain]
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
[Chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু'হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
[Verse 3]
হারানো ক্ষত অবিরত
মনেতে কত ব্যথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদে
প্রেম যে কাঁদে, কি করে বোঝাই
[Refrain]
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
[Chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু'হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চল না আবার একসাথে
[Outro]
আবার একসাথে