Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!
Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!
MyBunny.TV – Cheaper Than Cable • Up to
35% Off Yearly Plans • All
NFL, ESPN, PPV Events Included 🐰
Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!
Start Watching Now
[Chorus: Nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[Pre-Chorus: Habib Wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[Chorus: Nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[Verse 1: Nancy & Habib Wahid]
ডুবেছি, প্রেমের জলে
তোমার ঐ দুষ্ট ডাকে।
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে।
ঝিরি ঝিরি হাওয়াতে
সুখেরই এই গল্পটাতে
তোমাকে খুজে পাই।
[Pre-Chorus: Habib Wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[Chorus: Nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[Verse 2: Nancy & Habib Wahid]
বুনেছি, তোমায় নিয়ে
হাজারো স্বপ্ন আমার।
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাদের পাহাড়।
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই।
[Pre-Chorus: Habib Wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[Chorus: Nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।