Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!

Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!

MyBunny.TV – Cheaper Than Cable • Up to 35% Off Yearly Plans • All NFL, ESPN, PPV Events Included 🐰

Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!

Start Watching Now
Habib Wahid
Jonak Joley

[Chorus: Habib Wahid]
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?

[Verse: Nancy]
চোখের জলে ভালোবাসার হলো একটা নদী
সেই নদীটা বুকের ভেতর বইছে নিরবধি
তোমার কাছে বলবো কী আর মায়ার জালে বাঁধলে তুমি
এখন শুধু সন্ধি করি আমার সাথে আমি

[Pre-Chorus: Nancy]
ভেঙে গেলে মন জোড়া নেয় না
ভালোবাসা কখনো তো ক্ষয় হয় না
ধীরে ধীরে বাড়ে প্রেম, অন্তরেতে তুমি
যুগে যুগে অতল তলে, খুঁজি যে আমি

[Chorus: Habib Wahid]
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?