Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!

Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!

MyBunny.TV – Cheaper Than Cable • Up to 35% Off Yearly Plans • All NFL, ESPN, PPV Events Included 🐰

Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!

Start Watching Now
Fuad
Jodi Konodin

[Verse 1]
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে

[Verse 2]
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে

[Verse 3]
আকাশের তারা হয়ে দেবো তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো
যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেবো শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব

[Pre/ Post Chorus]
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কোনো এক সকালে কোনো দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে

[Chorus]
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
[Pre/ Post Chorus]
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে

[Chorus]
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে

[Chorus]
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে